Social_bookmarking

"Social Bookmarking" বলতে কি বুঝি?

Social Bookmariking বলতে এমন কিছু ওয়েব সাইট কে বুঝায় যেখানে নি্রদিষ্ট বিষয় এর উপর বিভিন্ন Title সহ সংক্ষিপ্ত মতামত সহ একটি site এর Backlink প্রকাশ করা থাকে। এখন এখানে নিরদিষ্ট category তে যে যার মাতামত ও একটি backlink দিয়ে থাকে। এতে যারা নিরদিষ্ট কিছু সমাথান খুজচ্ছে তারা এই Bookmarkin site এ ডুকবে এবং তার পছন্দ মত মতামত টি পড়বে এবং উল্লেখিত backlink দেওয়া site টেতে ডুকবে। এখন আপনি যদি কনো  নতুন তথ্য জেনে থাকেন তাহলে এখানে নিরদিষ্ট  category তে তা উপস্থাপন করলে সকল ইউজার সেটি দেখবে এবং উপকৃ্ত হবে।

        এখন অনেকেই মনে করতে পারেন যে এতে আমার সাইটের লাভ কোথায় বা এর সাথে SEO এর সম্পরক কি? এবার তাদের কে বলি, আপনি যখন আপনার সাইটের SEO কাজের জন্য যে কনো Bookmarking সাইটে একটি  একাউন্ট খুলবেন তখন সেখানে আপনি আপনার Profile Edite করার সুযোগ পাবেন। তখন আপনি আপনার প্রফাইলের URL এর মাধ্যমে আপনার সাইটের LINK টি দিয়ে দিতে পারবেন। এছাড়া এ সকল Bookmarking  সাইটে post করার মাধ্যমে আপনি আপনার সাইটের বরণনা দিয়ে আপনার সাইটের একটি Backlink তৈ্রী করে দিতে পারবেন। যা এই Bookmarking site এর ইউজাররা পড়বে এবং আপনার সাইটটিতে প্রবেশ করার জন্য আগ্রহী হবে তাছাড়াও Search ইঞ্জিন এর Search  এর সময় আপনার সাইট টাকে প্রথম পেজে নিয়ে আসতে সাহায্য করবে। 
কি ভাবে “Social Bookmarking”site Bookmarking তৈ্রী করতে হয়?

        এবার একটি গুরুত্ত্ব পূরন ও দরকারী বিষয় আলোচনা করব। Social Bookmarking site Bookmarking  কি ভাবে তৈ্রী করা হয় তা সম্পরকে আলোচনা করব। কারন BackLink এর একটি গুরুত্ত্বপূরন কাজ হচ্ছে Social Bookmarking Bookmarking তৈ্রী করা। আর এর মাধ্যমে খুব সহজে ও ব্যপক আকারে BackLink তৈ্রী করা  সম্ভব এবং এতে আপনি আপনার পস্টের একটি ছোট্ট বর্ণনা তুলে ধরতে পারবেন। নীচে ধাপে ধাপে সমস্যা সহ সমাধান উল্লেখ করে Bookmarking তৈ্রী দেখান হলঃ

        *কিছু গুরুত্ত্ব পূরন বিষয়ঃ
        এখন কিছু গুরুত্ত্ব পূরন বিষয় সম্পরকে বলব যে গুলি আপনাকে পূরবে থেকে সংগ্রহ করে রাখতে হবে যেমন একটি Username, একটি Email, একটি password, আপনি চাইলে আপনার Email এর @___.com এর পূরবের অংশটুকু ব্যবহার করতে পারেন এ ক্ষত্রে আপনার সুবিধা হবে এবং password এর ব্যবপারে পরামরশ যে সহসময় password একই ব্যবহার করবেন এবং ৮টি শব্দ এর বেশী ব্যহার করবেন তাতে ভূল হওয়ার সম্ভবনা কম থাকে।

        * Registration কি ভাবে করবেন?
        Social Bookmarking এর Bokmarking তৈ্রী করার পূরবে আপনাকে যে কোন Social Bookmarking সাইটে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। এখানে প্রশ্ন করতে পারেন যে আপনি Social Bookmarking সাইট কোথায় পাবেন? এ ক্ষেত্রে আপনাকে Google এর Search বারে faustomayorga1996 এই Keyword  টি লিখে Search করলে About 4,850 results পাওয়া যাবে। এখান থেকে প্রায় 150 Social Bookmarking সাইটে এ Bookmarking তৈ্রী করা যাবে। এছাড়াও এই Notepad টিতে আরও Address দেওয়া আছে।


         এইবার আসি কি ভাবে এই সকল সাইটে রেজিষ্ট্রেশন করা যায় তা সম্পরকে জানি।  প্রথমে আপনাকে Bookmarking এর যে কোন একটিতে ঢুকতে হবে তারপরে নিচের চিত্রের মত এমন একটি পেজ দেখতে পাবেনঃ
 এখানে Register এ ক্লিক করলে আপনি নিচের পেজের মত একটি নতুন পেইজ দেখতে পাবেন-


এখনে আপনি অনেক গুলি option দেখতে পাবেন যেমন ঃ- Username, Email, Password, Verify Password, Captcha Entry etc. এখন আপনি একে একে option গুলি পূরন করে ফেলুন এবং সরবশেষে Creat User এ ক্লিক কররুন। এর পরে আপনি নতুন একটে পেইজ দেখতে পাবেন তবে সেটি দুই রকম হতে পারে। 
১' Email Verify page 
২' Profile Edit page  
নিচে তা আলাদা আলাদা করে দেখান হল। 


এখানে e-mail verify page টি দেখা যাচ্ছে । এবং এখানে খুবি সুন্দর ভাবে লিখে দেওয়া হয়েছে যে e-mail টি verify করতে হবে। এখন আপনি আপনার ব্যবহ্রিত e-mail টি  open করুন।


এখন e-mail টি open করার পরে দেখা যাচ্ছে যে একটি নতুন ইমেইল এসেছে । এখন মেইল টি open করলে নিচের পেজের মত একটি পেইজ আসবে-


মেইল টিতে আপনাকে ধন্যবাদ জানিয়ে একটি Activation link দিয়ে দিয়েছে। আপনি এখন এই লিঙ্ক এর উপরে ক্লিক করবেন তাহলে নিচের পেইজ র মত একটি পেইজ দেখতে পাবে-


এই পেইজ এ সুন্দর ভাবে লিখা রয়েছে যে "Your account has been activated Click here to login"  এখন আপনি Click here এ ক্লিক করুন । ক্লিক করার পরে আপনি নিচের পেইজ এর মত নতুন পেইজ দেখতে পাবে-


এই পেইজ এ এসে আপনি আপনার ব্যবহ্রিত Username ও Password টি প্রবেশ করিয়ে Login এ ক্লিক করুন। তাহলে নতুন আরো একটি পেইজ দেখতে পাবেন।

ভাল কথা যদি আপনাকে e-mail verify করতে না হত তাহলে আপনি এই পেইজ টি দেখতে পেতেন। এখন এই পেইজ এ  এসে আপনাকে PROFILE এ ক্লিক করতে হবে তার পরে যে পেইজ টি আসবে সেখানে Modify এ ক্লিক করতে হবে । এখন Modify link এ ক্লিক করার পরে আপনি নিচের পেইজ এর মত নতুন আরো একটি পেইজ দেখতে পাবে -


এই পেইজ এ এসে আপনাকে Real Name, Public Email, Homepage, Location, Description etc পুরন করতে হবে। তবে লক্ষ রাখতে হবে যে Homepage এ যেন আপনার সাইটের Address টা দেওয়া হয়। এখানে সকল Information দেওয়ার পরে Save এ ক্লিক করবেন। তা হলে নিচের পেইজ এর মত একটি নতুন পেইজ আসবে-


এখানে আপনার information গুলি save হয়েছে তা সক্রান্ত একটি লেখা দেখা যাবে আরথাৎ Profile Updated বলে একটি লেখা আসবে। এখন আপনি SUBMIT A NEW STORY লিঙ্ক এ ক্লিক করবেন তাহলে নিচের পেইজ এর মত একটি পেইজ দেখতে পাবেন- 


এই পেইজ এ এসে আপনি News Source এর নিচে একটি ব্লাঙ্ক বক্স দেখতে পাবেন সেখানে আপনি আপনার Website er URL টি প্রবাশ করান । এবং Continue তে ক্লিক করুন । তাহলে নিচের পেজের মত একটি পেইজ দেখতে পাবেন-


এই পেইজ এ এসে আপনার মূল কাজটি করতে হবে । এখানে আপনি Story Title এ আপনার keyword টি প্রবেশ করান। এবং Category তে আপনার পস্টের ধরন উল্লেখ করে দিন। তারপরে Tag এ আপনার keyword  টি লিখে প্রাতেক ওয়ার্ড এর মাঝে একটি করে কমা (,) দিয়ে দিন। এর পরে Description এ আপনার পষ্টের একটি ছোট্ট বর্ণনা দিয়ে দিন। এর পরে word verify captcha টি পুরোন করুন । এবং সব শেষে Save changes and Submit বাটন এ ক্লিক করুন । এবং নতুন একটি পেইজ দেখতে পাবেন-

  
এই পাজে আপনি আপনার পোস্ট টি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পোস্ট এর লিঙ্ক নিতে পারেন এবং পোস্ট টি সেভও করে রাখতে পারেন।

বিশেষ কথাঃ- Save changes and Submit করার পরে আপনি আপনার পোস্টটি সবসময় দেখতে পাবেননা।