Forum Profile


“Forum” বলতে আমরা কি বুঝি?

        Forum বলতে এমন কিছু ওয়েব সাইট কে বুঝায় যেখানে কিছু নি্রদিষ্ট বিষয় এর উপর বিভিন্ন মতামত প্রকাশ সহ প্রশ্ন করা যায় এবং যে যে বিষয় জানে বা জানতে চাই সে সে বিষয় এখানে উপস্থাপনা করে এবংযারা জানতে বা জানাতে চাই তারা তার সমাধান  নিয়ে ও দিয়ে থাকে। এছাড়া আপনি যদি কনো  নতুন তথ্য জেনে থাকেন তা হলে তে এখানে নিরদিষ্ট  category তে উপস্থাপন করলে তা সকল ইউজার দেখবে এবং উপকৃ্ক হবে।

        এখন অনেকেই মনে করতে পারেন যে এতে আমার সাইটের লাভ কোথায় বা এর সাথে SEO এর সম্পরক কি? এবার তাদের কে বলি, আপনি যখন আপনার সাইটের SEO কাজের জন্য যে কনো Forum সাইটে একটি  একাউন্ট খুলবেন তখন সেখানে আপনি আপনার Profile Edite করার সুযোগ পাবেন। তখন আপনি আপনার প্রফাইলের signature এর মাধ্যমে আপনার সাইটের Backlink তৈ্রী করতে পারবেন। এছাড়া এ সকল Forum  সাইটে post করার মাধ্যমে আপনি আপনার সাইটের বরণনা দিয়ে আপনার সাইটের একটি Backlink তৈ্রী করে দিতে পারবেন। যা Search ইঞ্জিন এর Search  এর সময় আপনার সাইট টাকে প্রথম পেজে নিয়ে আসতে সাহায্য করবে।  

কি ভাবে “Forum” এর Forum Profile তৈ্রী করতে হয়?

        এবার একটি গুরুত্ত্ব পূরন ও দরকারী বিষয় আলোচনা করব। Forum এর Forum Profile  কি ভাবে তৈ্রী করা হয় তা সম্পরকে আলোচনা করব।কারন BackLink এর একটি গুরুত্ত্বপূরন কাজ হচ্ছে Forum এর Forum Profile তৈ্রী করা। আর এর মাধ্যমে খুব সহজে ও ব্যপক আকারে BackLink তৈ্রী করা  সম্ভব। নীচে ধাপে ধাপে সমস্যা সহ সমাধান উল্লেখ করে Forum এর Forum Profile তৈ্রী দেখান হলঃ

        *কিছু গুরুত্ত্ব পূরন বিষয়ঃ
        এখন কিছু গুরুত্ত্ব পূরন বিষয় সম্পরকে বলব যে গুলি আপনাকে পূরবে থেকে সংগ্রহ করে রাখতে হবে যেমন একটি Username, একটি Email, একটি password, আপনি চাইলে আপনার Email এর @___.com এর পূরবের অংশটুকু ব্যবহার করতে পারেন এ ক্ষত্রে আপনার সুবিধা হবে এবং password এর ব্যবপারে পরামরশ যে সহসময় password একই ব্যবহার করবেন এবং ৮টি শব্দ এর বেশী ব্যহার করবেন তাতে ভূল হওয়ার সম্ভবনা কম থাকে।

        * Registration কি ভাবে করবেন?
        Forum এর Forum Profile তৈ্রী করার পূরবে আপনাকে যে কোন Forum সাইটে প্রথমে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। এখানে প্রশ্ন করতে পারেন যে আপনি Forum সাইট কোথায় পাবেন? এ ক্ষেত্রে আপনাকে Google এর Search বারে allinurl:action=profile;u= এই Keyword টি লিখে Search করলে About 120,000,000 results পাওয়া যাবে। এখান থেকে প্রায় ৩০০ Forum Profile সাইটে এ BackLink তৈ্রী করা যাবে।




এইবার আসি কি ভাবে এই সকল সাইটে রেজিষ্ট্রেশন করা যায় তা সম্পরকে জানি।  প্রথমে আপনাকে Forum এর যে কোন একটিতে ঢুকতে হবে তারপরে নিচের চিত্রের মত এমন একটি পেজ দেখতে পাবেনঃ


     তবে Forum ভেদে এ চিত্র ভিন্ন হতে পারে তবে প্রক্রয়া কিন্তু একই হবে এটা আপনাকে বুঝে নিতে হবে। যায় হোক এরকম পেজ আসলে আমরা এখান থেকে  REGISTER option  টি Select করব। এরপর আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব অরথাৎ REGISTER option টি Select করার পর নিচের মত নতুন একতি পেজ আসবেঃ

এই পেজে এসে আপনি এখানকার সমস্ত ইনফরমেশন পূরোন করবেন যেমন এখানে সাধারনত Username, Email, password, Verify password, Visual Verification ইত্যাদি চায়। তবে নতুন ইউজার এর জন্য একটু বিস্তারিত আলোচনা করছি- আপনি Username এ আপনার সেই নাম টি ব্যবহার করবেন যে নাম টি দিয়ে আপনি এই Forum Login করে ঢুকতে চান যেমন এখানে Kudiram টি Username এ ব্যবহার করা হয়েছে। এরপর Email এ আপনার Email টি দিবেন এবং পরযায়ক্রমে password Verify password এ একই  password ব্যবহার করবেন। তারপর Visual Verification এ যে শব্দ গুলি লিখা থাকবে সেগুলি নিরভূল ভাবে নিচের বক্স এ লিখতে হবে।এই সব পূরন করা হয়ে গেলে আপনি পেজের একে বারে নিচে চলে যাবেন এবং সেখানে গিয়ে I Agree লিখা এর পাশে একটি রেডিও বাটন থাকবে সেখানে টিক দিয়ে নিচে Register বাটন টিতে Click করতে হবে। এরপরে আমরা আবার একটি নতুন পেজে চলে যাব। সেখানে গিয়ে আমরা দুই ধরনের পেজ দেখতে পাব। এবার নিচে এই দুই ধরনের পেইজ সম্পরকে আলোচনা করা হল।

*Ñ সেখানে গিয়ে নিচের পেইজ এর মত একটি পেইজ দেখতে পাব আর না হয় *২- পেইজ টি দেখতে পাব।

 

যদি *১ নং পেইজ দেখায় তাহলে সেখানে দেখা যাবে যে লিখা রয়েছে Thank you for registering, You will receive an email soon with a link to activate your account. If you don’t receive an email some time, check your spam folder. তাহলে তো দেখায় যাচ্ছে যে email টি check করতে বলেছে।

ইমেইল টি চেক করে দেখলে সেখানে একটি নতুন মেইল পাওয়া যাবে আর মেইল টি ওপেন করলে নিচের চিত্রের ন্যায় একটি মেইল দেখতে পাওয়া যাবেঃ

 

এই মেইলে উপরের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে action=activate;u শব্দটি লেখা থাকবে তার উপরে ক্লিক করলে নতুন একটি টেবে তা ওপেন হবে। এবং নিচের পেইজর মত দেখতে হবেঃ 




এই পেইজ টি আসলে এখানে লিক্ষ করল দেখা যাবে যে Your account has been Successfully activated. You can now proceed to login লিখাটি আছে এবং Username  টিতে  kudiram লেখা আছে অরথাৎ Username টি চলে আসবে তারপর এখানে password দিয়ে login করতে হবে।

login করার পরে নিচের মত নতুন পেইজ আসবে যা থেকে আমরা Profile edit করতে পারব।



*২- হচ্ছে যে সরাসরি Profile edit এর Option টি আসবে সেখান থেকে আমরা Profile edit করতে পারব তখন আর ই-মেইল ভেরিফাই করতে হবে না

            * Profile(Forum Profile) Edit করবেন  কি ভাবে?
            রেজিস্ট্রেশন করার পরে আপনি এখন Forum অপনার Profile or Forum Profile Edit করতে  পারবেন সে ক্ষেত্রে আপনাকে Profile Option যেতে হবে নিচে চিত্রের ন্যায় আনুসরণ  করতে হবেঃ




এখান থেকে Profile Option টি Select করলে আপনি একটি নতুন পেজে যাবেন যা দেখতে নিচের  পেজের মত হবেঃ



এখান থেকে আপনি Profile Info, Modify Profile, Actions তিন টি Options পাবেন সেখান থেকে Modify Profile Option আাবার অনেক গুলি Option পাবেন তার থেকে আপনি Forum Profile Information Option টি Select  করবেন তার পরে দেখবেন যে নতুন একটি পেজ এসেছে সেই পেজ টি দেখতে নিচের পেজের মত হবেঃ





এই পেজে সম্পূর্ণ বিবারণ গুলি পূরন করতে হবে নতুন ইজার দের জন্য একটু বিস্তারিত ভাবে বনর্ণা করা হল উপরের চিত্রে দেখাযাচ্ছে যে Personalized Picture  এখান থেকে যে কোন একটি ছবি Select করতে হবে, রপর Personal Text keyword টা ব্যবহার করতে হবে, এরপর Birthday, Location, Country, Gender, ইত্যাদি পূরণ করতে হবে, এরপর  ICQ যে কোন কয়েকটি bv¤^vi লিখতে হবে, এরপর AIM তে Username টা ব্যবহার করতে হবে এবং MSN YIM তে যথাক্রমে Gmail Yahoo email address ব্যবহার করতে হবে এরপরে সবচেয়ে গুরুত্ব পূর্ণ মূল উদ্দেশ্যের কাজ টি হল এখানে অর্থাৎ আমরা এতদূর পর্যন্ত এসেছি যে Backlink তৈরী করতে তা এখানে সম্পাদিত হবে অর্থাৎ Backlink সৃষ্টি হয় হচ্ছে Signature  এর মাধ্যমে এখন আমরা একটি Backlink সহ Signature তৈরী করব এই Signature এর বক্সে একটি BB Code লিখতে n‡e,BB Code টি এমন ভাবে লিখতে হবে [url=your web address ] your keyword[/url] যেমন এখানে আমি একটি তৈরী করে দেখাচ্ছি [url=http://banglaseolearning.blogspot.com/]Free Online bangla SEO Learning[/url]  এটা  খুব সতর্কতার সাথে তৈরী করতে হবে কারন এটি ভূল হলে ভিজিটর আপনার ওয়েব সাইটে ঢুকতে পারবেন আর আপনার উদ্দেশ্যও সফল হবে না এরপর নিচের website Title আপনার keyword টি ব্যবহার করুন এবং Website URL আপনার web address টি ব্যবহার করুন এবার সর্বো শেষে আপনি Change Profile ক্লিক করার মাধ্যমে আপনার Forum Profile Backlink তৈরীর কাজ শেষ করবেন

Forum এর Forum Profile তৈরীর পরে আপনাকে তার লিঙ্ক Excel Sheet সংরক্ষণ  করে রাখতে হবে ক্ষেত্রে আপনাকে অবার Forum এর Home   যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি একে বারে নিচে Online Users Toolbar টি পাবেন এখানে দেখবেন যে আপনার Username টা রয়েছে এখান থেকে আপনি Username এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে আনেক গুলি Option  পাবেন  সেখান থেকে Copy Link Location টা ক্লিক করে Excel Sheet   রাখতে হবে এভাবে আপনি Forum এর ForumProfile এর Backlink তৈরী  করতে সংরক্ষণ করতে পারবেন

আপনার মন্তব্য এখানে বলুন