SEO (
Search Engine Optimization) কি?
আমরা
যদি কনো ওয়েব সাইট তৈরী করি তা হলে সেটার পাব্লিসিটি হল প্রথম ও প্রধান কাজ SEO ( Search Engine
Optimization) যা ছাড়া কনো প্রকার কনো ভিজিটর আমাদের
সাইট টা খুজে পাবেনা।অরথা্ৎ আমালদের নতুন
ওয়েব সাইট টা কে প্ররিচিত করতে এবং ভিজিটর পাওয়ার জন্য প্রাথমিক ভাবে তা কে
পাব্লিসিটি করতে হবে।আর সেই SEO ( Search Engine Optimization) এর
সম্পরকে বিশাদ বিবরণ দেওয়ার চেষ্টা করব।
আমরা সাধারণত কনো প্রয়োজনীয় তথ্য খুজার জন্য যে কনো ওয়ব সাইটে ঢুকে থাকি আর না হয় আমরা যে বিষয়
এর তথ্য খুজি সে সম্পরকে কনো কিছু লিখে তা বিভিন্ন Search ইঞ্জিন যেমন Google, Yahoo, MSN, ASK,
Bing, Amagin, ইত্যাদি তে Search করে থাকি এবং
তারপরে সাহায্য কারী সাইটে ঢুকে তা থেকে প্রয়জনীয় তথ্য গ্রহন করে থাকি। অরথাৎ ওয়েব
সাইটের নাম না জানা থাকলে আমরা পুরোপুরি Search ইঞ্জিন এর উপর
নিরভর করে থাকি।
উপরের
আলোচোনা থেকে আমরা এইটুকু সম্পরকে অবগত হলাম যে আমাদের নতুন ওয়েব
সাইট কে বিভিন্ন
Search ইঞ্জিন এ প্রবেশ বা Index
করাতে হবে।তা ছাড়া আমরা আমাদের সাইটে কনো ভিজিটর পাব না।আর Search ইঞ্জিন
এ প্রবেশ করাতে হলে অবশ্যই প্রয়োজনীয় কিছু কাজ আমাদের কে করতে হবে। আর সেগুলি করার
নাম হচ্ছে SEO (
Search Engine Optimization). তাহলে এখন আমরা SEO ( Search Engine
Optimization) সম্পরকে বিশাদ ভাবে আলোচনা করব।
SEO এর গুরত্ত্ব পূরন
বিষয় কি?
কিছু
সাধারণ অথচ গুরুত্ত্ব পূরন বিষয় সম্পরকে প্রাথমিক ভাবে ধারনা নিতে হবে যেমনঃ-
1.
keyword ( like “Free Online Bangle SEO Learning ” )
2.
URL (website address like “http://banglaseolearning.blogspot.com/
”)
1.
keyword ( like “Free Online Bangla
SEO Learning” ):
keyword বলতে
আমরা বুঝি যে ওয়ারড গুলি লিখে Search ইঞ্জিন
এ Search করা
হয়।অরথাৎ আমরা যে বিষয় জানতে চাই সেই বিষয়ের সারসংক্ষেপ। যেমন আমরা বাংলা ভাষাই SEO সম্পরকে
জানতে চাই তা হলে আমরা Search ইঞ্জিন এ Free Online Bangle SEO Learning লিখে
Search করব।
তাহলে প্রয়োনীয় তথ্য পেয়ে যাব। নিচে লক্ষ করুন Search বারে keyword লেখার
সাথে সাথে
Google তা Search করে দেখাচ্ছে।
2.
URL (website address like “ http://banglaseolearning.blogspot.com/
”):
URL বা website address বলতে
বুঝি আপনার নিজের যে সাইটের কাজ করতে চান অরথাৎ যে website address এর
কাজ আপনি করবেন যেমন- http://banglaseolearning.blogspot.com/
একটি website
address.
SEO বলতে আমরা কি ধরনের
কাজ কে বুঝি?
SEO ( Search Engine
Optimization) বলতে আমরা বুঝি যে ধরনের কাজ করলে আপনার সাইট
টা Search ইঞ্জিন
এ Search করলে
খুজে পাওয়া যাবে। যেমন- Back link(Forum Profile, XMB Profile, YaBB Profile), Forum Posting,
Social Bookmarking, Blog comment, Directory Submission, ইত্যাদি।এগুলি করা মানে আপনার ওয়েব সাইট টাকে বিভিন্ন সাইটে Index করান,
যাতে Search এর
সময় আপনার সাইটের keyword কে Search ইঞ্জিন খুজে নিয়ে
আসতে পারে। কারন যে সাইটের keyword যত বেশী পরিমানে ছড়ান থাকবে অরথাৎ যে সাইটের
প্রচার বেশী থাকবে Search
ইঞ্জিন সেই সাইট কে তার প্রথম পেজে নিয়ে আসবে। আর আপনি যদি
আপনার সাইট কে Search
ইঞ্জিন এর প্রথম পেজে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে SEO ( Search Engine
Optimization) এর কাজ অধিক পরিমানে এবং যত্ন সহকারে নিরভূল
ভাবে করতে হবে।
SEO এর জন্য কিছু
গুরুত্ত্ব পূরন বিষয়ঃ
SEO
( Search Engine Optimization) এর কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিছু
বাসিক বিষয়ে ধারনা থাকতে হবে তা না হলে আপনি দ্রুত ও সুন্দর ভাবে SEO ( Search Engine
Optimization) এর কাজ করতে পারবেন না।আর সুন্দর ও দ্রুত কাজ
না করতে পারলে বায়ার (যে আপনাকে কাজ দিবে) আপনার কাছে আর কাজ নিয়ে নিবে। কারন
একটাই টাকা দিয়ে যদি সে অন্যকারও কাছে আপনার চেয়ে ভাল কাজ পায় তবে আপনিই বলুন সে
কেন আপনাকে কাজ দিয়ে তার টাকা নষ্ট করবে। তাই কিছু বেসিক বিষয় আমরা শিকব যে, কি
ভাবে SEO (
Search Engine Optimization) এর কাজ দ্রুত ও সুন্দর ভাবে করা যায়।
* প্রথমে আমরা আসি Browser এর
ব্যাপারে আমরা অনেকেই অনেক রকম Browser ব্যবহার করতে পছন্দ করি। তবে SEO এর
কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিছু তথ্য কাজের সাথে যোগ করে বায়ার (যে আপনাকে কাজ
দিবে) কে দিতে হবে যেমন Page Rank অরথাৎ যে সাইটে আপনি Backlink তৈ্রী
করবেন সেই সাইট Google এর Page Rank এ
কোন অবস্থানে রয়েছে তা আপনাকে অহশ্যই উল্লেখ করতে হবে। আর এই কাজ টি খুব সহজে করতে
হলে আপনাকে Mozilla
FireFox বা অনুরুপ Browser ব্যবহার
করতে হবে। কারন এই
Browser গুলিতে কিছু Add-ons থাকে যে গুলিব্যভার
করে আপনি অতি সহজ ও দ্রুততার সাথে Page Rank, ও অন্যান্য বিষয়
জানতে পারবেন। এবং দ্রুত কনো প্রফাইল তৈ্রী করতে হলে আপনাকে অবশ্যই Auto Fill Forum এই Add-ons টি
ব্যবহার করতে হবে। Add-ons গুলি Active করতে হলে এই পথটি
অনুসরন করতে হবে, FireFox_ Tools_ Add-ons_ Get
Add-ons_ Search All Add-ons_ write ( Web rank / auto fill) _ Install_ Restart
FireFox
*একটি
নিরদিষ্ট ই-মেইল, নিরদিষ্ট ইউজার নাম, পাচওয়ারড তৈ্রী করে নিতে হবে। যেটা সকল SEO ( Search Engine
Optimization) এর কাজে ব্যবহার করতে হবে।
*একটি Excel Sheet তৈ্রড
করে নিতে হবে। যেখানে Username, Password, URL, Page Rank, Link Location URL, Link Type ইত্যদির
উল্লেখ থাকবে। নতুন ইউজাররা চাইলে আমার কাছ থেকে ফ্রী একটি নমুনা নিতে পারেন।
সেক্ষেত্রে আমাকে alamin2seo@gmail.com or alaminjpi@gamil.com এই ই-মেইলে মেইল
করুন।