“Directory Submission” বলতে আমরা কি বুঝি ?
Directory Submission বলতে আমরা এমন কিছু ওয়েব সাইটকে বুঝি যে গুলি বিভিন্ন ক্যাটাগরির সাইট কে তার নিজের মধ্যে একটি ছোট বণর্নার মাধ্যমে ধরে
রাখে। Directory সাইটের মূল উদ্দেশ্য হচ্ছে যে, একজন ভিজিটর যাতে খুব সহজেই যেন তার কাঙ্খিত ওয়েব সাইট টি পেয়ে যায় এবং সেই ওয়েব
সাইট গুলি থেকে সেবা নিতে পারে। এখন আপনি
আমাকে প্রশ্ন করতে পারেন যে এই Directory সাইট গুলি আপনার ওয়েব সাইটের
কি কাজ করবে বা কি উপকার করবে। এবার
তাদের জন্যই বলি, আপনি যখন কোন নতুন ওয়েব সাইট তৈরী করবেন তখন আপনার পরিসেবা দিতে হলে ভিজিটর লাগবে, কিন্তু আপনার কাছের লোকজন ছাড়া কোন ভিজিটরই আপনার ওয়েব সাইট সম্পর্কে জানে না। এখন তাহলে আপনি কি ভাবে আপনার পরিসেবা সবার জন্য ছড়িয়ে দিবেন? প্রশ্নটার অনেক রকম উত্তর হতে পারে তবে
আমি যে উত্তর দিব সেটা আশা করি অন্যান্য উত্তরের চেয়ে গ্রহন যোগ্য হবে। এখন আপনি আপনার ওয়েব সাইটের জন্য DirectorySubmission এর কাজ করতে শুরু করুন কারণ সবচেয়ে বেশি ভিজিটর আসে এ Directory সাইট থেকে।এর অন্যতম কারণ হচ্ছে যখন আপনি
কোন Directory এর সাইটে
Directory Submission করবেন
তখন আপনাকে আপনার ওয়েব সাইটের সম্পর্কের একটি ছোট বর্ণনা দিতে হবে। আর এই বর্ণনার মাধ্যমেই কোন ভিজিটর আপনার ওয়েব সাইটে পরিসেবা
গ্রহন করতে আসবে। তাই খুব যত্ন সহকারে আপনি আপনার
ওয়েব সাইটের একটি ছোট বর্ণনা তৈরী করে
Directory Submission করতে
শুরু করে দিন । তবে হ্যাঁ একটি কথা জানিয়ে রাখি
এই সকল সাইটে একবার মাত্র আপনি আপনার সাইটে Directory Submission করতে পারবেন, তাই খুব যত্ন সহকারে DirectorySubmission করুন।
আর যারা Outsourcing এর কাজ করতে চান তারা দেখবেন Outsourcing সাইট গুলি তে অনেক কাজ আসে এই
Directory Submission এর।
*কিছু গুরুত্ব
পূর্ন
বিষয়ঃ
কিছু গুরুত্ব পূর্ন বিষয় যে গুলি আপনাকে পূর্বে থেকে সংগ্রহ করে রাখতে হবে যেমন একটি Username, একটি Email, একটি Description(150-200word) , একটি Meta keyword, একটি Meta
keyword Description, একটি Category আপনি চাইলে আপনার Email এর @___.com এর পূর্বের অংশ টুকু ব্যবহার করতে পারেন এ ক্ষেত্রে আপনার সুবিধা হবে। এ ছাড়া অরো একটি গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে যে Listing এ সবসময় Type Free Link Listing টি Select করতে হবে। নিচে এই সম্পর্কে সরাসরি বর্ণনা তুলে ধরব।
কি ভাবে “Directory Site”
এ DirectorySubmission করতে হয়?
প্রথমে অপনাকে Directory
Site গুলি তে প্রবেশ করতে হবে, তা না হলে Directory Submission করতে
পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে কোথায় পাব
আমরা Directory Submission এর Site গুলি? একটি সহজ উত্তর আপনাদের কে বলে
দিই আমি এমন একটি সাইটের নাম এখন প্রকাশ করব যে যেখানে ৩২০০ এর বেশি ফ্রি Directory
Submission সাইট আছে। এখান
থেকে খুব সহজে আপনি আপনার সাইটের জন্য
Directory Submission করতে
পারেন একেবারে বিনা মূল্যে। বিনা
মূল্যে কথা টি এই জন্য বললাম যে বেশির ভাগ সাইট গুলিতে Directory Submission করতে
টাকা চাইবে। কিন্তু মূল সমস্যা তো এখানেই Directory
Submission এর জন্য বায়ার আপনাকে কোন টাকা দিবে না এব ং আপনিও চাইবেন আপনার সাইটটি বিনামূল্যে Directory Submission করতে। অতএব আপনাকে ফ্রি সাইট গুলিতে Directory Submission করতে
হবে।
এখন মূল কথায় ফিরে আসি Directory Submission করতে আপনি http://www.web-directories.ws/General/Free/page-1.html এই ওয়েব সাইটে ঢুকতে পারেন, কারন আগেই বলেছি যে এখানে ৩২০০ এর বেশি
ফ্রি Directory Submission সাইট
রয়েছে।
উপরের সাইটে ঢুকলে আনেক গুলি সাইটের নাম সহ লিঙ্ক পাবেন তার থেকে
যে কোন একটি তে ঢুকলে নিচে পেজের মত একটি পেজ
পাবেন। আগেই বলেছি যে পেজ আলাদা হতে
পারে কিন্তু নিয়ম গুলি একই হবে সমান্য ভিন্নতা ছাড়া।
উপরের তিন টি ভিন্ন চিত্রে তিনটি Directory
Submission সাইটের পেজ দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে Directory Submission এর জন্য
Add url, Submit Your Site, Submit Link ইত্যাদি পেজ লিঙ্ক আছে। এখান
থেকে লিঙ্ক পেজটি তে যেতে হবে। অর্থাৎ
আমরা এই সকল লিঙ্ক পেজে ক্লিক করে নতুন পেজ একটি পেজে আসবে। তবে এখন
নিচে তিনটি ভিন্ন পেজের বর্ণনা আলাদা আলাদ দেওয়া হল।
১নং ফরমূলা,
উপরের পেজের মত পেজ আসলে এখানে
দেখতে পাব যে Site URL এর একটি বক্স রয়েছে যেখানে আপনার ওয়েব সাইটের URL টি দিতে হবে। এবং এরপরে Next >>> বাটন
এ ক্লিক করতে হবে। এখানে
ক্লিক করলে নিচের পেজের মত একটি নতুন পেজ আসবেঃ
এখানে Site URL বক্স টি পুরোন করা থাকবে। আর E-mail বক্স
এ ব্যবহৃত E-mail টি দিতে হবে ও Titel বক্স এ Keyword টি দিতে হবে এরপরে Description এ আপনার সাইটের ছোট একটি বর্ণনা দিতে হবে এবং সবশেষে Keywords বক্সএ আপনার ব্যবহৃত Keyword টি দিতে হবে। এছাড়া
এখানে আর কোন ইনফরমেশন দেওয়া লাগবেনা। এরপর
একে বারে নিচে এসে দেখা যাবে Next >>> বাটন
রয়েছে , এখানে এসে Next
>>> বাটন টিতে ক্লিক করলে নিচের পেজের মত নতুন পেজ আসবেঃ
এই পেজে এসে দেখা যাবে যে Category ও Subcategory রয়েছে এখানে আপনার ওয়েব সাইটের
বিষয় বস্তুর সাথে মিল রেখে Category ও Subcategory নির্বাচন করতে হবে। এবং এর পরে Finish>>> বাটন টিতে ক্লিক করতে হবে। আর এই
ভবেই Directory Submission এর কাজ
শেষ করা যাবে।
এত গেল ১নং ফরমূলা, এবার নতুন ২নং ফরমূলা নিচে দেখান হলঃ-
যদি Directory Submission এর পেজটি নিচের পেজের মত আসে ঃ
তাহলে এখান থেকে Add Your Website লিঙ্ক টি তে যেতে হবে। সেখানে গেলে নিচের পেজের মত নতুন একটি পেজ পাওয়া যাবেঃ
এখানে এসে Url, Title, Description, keyword, Category, Listing
Type (Free) & Verification code এই সকল বক্স গুলি পুরোন করতে হবে। সবগুলি পুরোন করার পরে Submit Your Website লিঙ্কটিতে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে
ক্লিক করার পরে নিচের পেজের মত একটি পেজ আসবেঃ
এই পেজে একটি Conformation message থাকবে
যেখোনে লেখা থাকবে যে Thank you! Your
submission has been added । অর্থাৎ
Directory Submission এর কাজ
এখানেই শেষ এবং আপনার লিঙ্কটি Add হয়ে গেছে।
এত গেল ১নং ও ২নং ফরমূলা, এবার নতুন ৩নং ফরমূলা নিচে দেখান হলঃ-
যদি Directory Submission এর পেজটি নিচের পেজের মত আসে ঃ
তাহলে এখান থেকে Submit Link লিঙ্ক টি তে যেতে হবে। সেখানে
গেলে নিচের পেজের মত নতুন একটি পেজ পাওয়া যাবেঃ
এখানে এসে Pricing (Regular Links- Free),Title, Url, Description, Your Name, Your E-mail,
Category, Visual Code, এই সকল বক্স গুলি পুরোন করতে হবে। সবগুলি পুরোন করার পরে Continue লিঙ্কটিতে
ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করার পরে নিচের
পেজের মত একটি পেজ আসবেঃ
এই পেজে একটি Conformation message থাকবে
যেখোনে লেখা থাকবে যে Link submitted and
awaiting approver. Submit another link. । অর্থাৎ
Directory Submission এর কাজ
এখানেই শেষ এবং আপনার লিঙ্কটি অপেক্ষামান তালিকায় আছে সেটা খুব দ্রুত Add করা হবে।
কিছু ভিন্ন নিয়মঃ
করতে গেলে কিছু ভিন্ন নিয়ম আপনার
সামনে আসতে পরে এক্ষেত্রে সম্ভাব্য গুলি তুলে ধরার চেষ্টা করা হল।
সমস্যা নং-১ঃ আপনি Directory Submission এর পেজে Link
Submit এর লিঙ্কটি খুজে পাচ্ছেন
না?
এই পেজে দেখুন Directory Submission এর কোন link নাই, এক্ষেত্রে আপনাকে একটু অন্য পথ Avej¤^b করতে
হবে। সেটা হচ্ছে, আপনার সাইটি যে Category এর সেই Category তে আপনাকে
প্রথমে যেতে হবে। এর পরে দেখবেন যে পেজ টি নিচের
পেজের মত এসেছেঃ
এইবার এই পেজে দেখাযাচ্ছে যে
নতুন করে Suggest Category । Add URL এই লিঙ্ক
গুলি এসেছে । এখান থেকে Add URL লিঙ্কটিতে ক্লিক করুন তারপরে
পূর্বের নিয়মে আপনি Directory Submission করবেন।
সমস্যা নং-২ঃ Conformation message টি ভিন্ন?
Directory
Submission করার পরে Conformation
message টি এইরকম আসতে পরেঃ
এখানে আপনার ব্যবহৃত e-mail টি চেক করতে বলা হচ্ছে এবং
সেখানকার লিঙ্কটি Conform করতে বলা হচ্ছে। এখন মেইল টি চেক করলে নিচের পেজের মত আসবেঃ
এখানে মেইলে একটি লিঙ্ক দেওয়া
আছে এবং লেখা আছে যে, Please conform email address here: সেই লিঙ্কটি তে ক্লিক করার মাধ্যমে Conform করতে হবে।
কনফরম করার পরে উপরের মেসেজটি আসবে এবং লিঙ্ক টি কনফরম করবে।
আপনার মন্তব্য এখানে বলুন